অচেনা বৈশাখ, নির্মোহ মধ্যদুপুর-
এক রহস্যময় অলসতা।
সারা আকাশ কালো করে মেঘফুলেরা সাজিয়েছে,
ঝড়োমেঘের পুঞ্জিভূত ঐন্দ্রজালিক মন্দ্রস্বর।
খোলা জানালার পাশে বসে,
শুনতে পাওয়া অঝোরিত বৃষ্টিসংগীত,
সাথে পায়চারী করছে কিছু মুহুর্ত।
জানালার ফাঁক দিয়ে বৃষ্টিফোঁটা এসে,
আমায় ভিজাচ্ছে ছোট ছোট স্পর্শ করে।
ভেজা রাস্তা থেকে ভেসে আসা,
পরিচিত কেমন একটা গন্ধবিলাস!
মস্তিষ্কের স্নায়ু দিয়ে উষ্ণতা ছড়িয়ে যায়,
এই উষ্ণতায় শুদ্ধ হয় শাসনাধীন পিপাষীত আত্মা।
বৈশাখ তুমি এবার বড্ডই ঝড়োমেঘের ছায়া!
আকাশের পুরোটাই জুড়ে বর্ষণস্নিগ্ধ মায়া।