শহরে এসেছে হাওয়াবদল,
বসন্ত নিয়ে এসেছে কৃষ্ণচূড়ার প্রথম পরিচয়।
বসন্তের আয়োজনে অনিন্দিত শুষ্ক বায়ু সুর।
প্রেম-বীজনে প্রণয়াভিলাষী সমুদ্রস্নান।
পক্ষপাতশূন্য অবাধ প্রেম জাগ্রত হোক।
এই প্রেম কৃষ্ণচূড়ার রঙে হয়ে উঠুক,
পুঁজিবাদী রাষ্ট্রের সীমাহীন বহিঃপ্রকাশ।
এই প্রেমশব্দ হয়ে উঠুক,
গিটারের একদম তীক্ষ্ণ স্ট্রিংয়ের সুর,
বৃষ্টিহীন রাজ্যের হঠাৎ বৃষ্টি-উল্লাস।
প্রতিটি বসন্ত হয়ে উঠুক,
চিত্রশিল্পীর শৈল্পিক সৃষ্টি।
হাওয়াবদলের এই পালায়-
ঋতুপতি বসন্তটাই এনে দিতে পারে,
উদ্ভাবিত ভালোবাসার অসংখ্য গীতিকবিতা।


১৪/২/২২