কৃষ্ণপক্ষ?আমি তোমায় আহবান জানাচ্ছি,
চন্দ্রকে ক্ষয় করে তুমি প্রকাশিত হোও,
যামিনীর স্তব্ধ প্রহরে।
চন্দ্রের আলোড়ন পরাজিত হোক,
তোমার শক্তিশালী অস্ত্র কৃষ্ণবিবরের সম্মুখে।
নেমে আসুক ঘুটঘুটে কৃষ্ণবর্ণ।
তোমার অস্তিত্বে হোক সবকিছুই নিঃসহায়,
শুক্লপক্ষেরা তা অনুধাবন করুক।
তোমাকে প্রশমিত করতেই,
তাদের ঢের আয়োজন।
প্রচ্ছন্ন আলোকের দীশা পেয়ে,
তোমাকে তুচ্ছ জ্ঞানকারী,
তারা নিতান্তই অজ্ঞ।
তাদের জানা নেই,
ঐ প্রচ্ছন্নতার শেষাংশে,
তুমিই অবস্থান করছ।
তোমার আহ্বান শুনতে পেয়ে,
নদীগর্ভ উত্তাল হয়ে উঠে।
চক্রবূহ্যভেদী অভিমন্যু হত্যায় যে অন্যায়ের সূচনা হয়েছিল,
সেই অন্যায় নিবারনে,
তোমাকেই সম্বোধন জানাতে হয়েছিল,
জয়দ্রথ নিধনে।
তুমি অক্ষয়,তুমিই চিরজীবি।
তুমি এক বিস্ময়ের নাম।
কৃষ্ণপক্ষ? তাই তোমাকেই আহবান জানাচ্ছি।


১৯/০২/২০২১