তারুণ্যের প্রথম স্পর্শ যখন অঙ্গে লাগে,
তারুণ্যের নীল রক্ত,
শোনিতশিরায় ঘূর্ণিবেগে অগ্নিবৃষ্টি ঝড়ায়।
কাব্য মোহে আষ্টেপৃষ্ঠে নেয়।
অরুনোদয়ের লগ্নে কৃষ্ণচূড়ার প্রথম কলি,
কাব্যরসে প্রস্ফুটিত হয়।
প্রবল উন্মত্ততা!
বৈদগ্ধ্য রাজ্যে স্বতন্ত্র আধিপত্য,
ধ্রুপদ সাহিত্যে দূর্বোধ্য অভিলক্ষ্য।
আদিমতা থেকে আধুনিকতা-
জীবন্ত বাস্তবিক ধারাপ্রবাহে,
অকৃত্রিম বিশুদ্ধতায় স্রষ্টার নৈসর্গিক সৃষ্টি।
অপার্থিব কাব্যমোহে নদীগর্ভে পাড়ি দেয়ার স্পৃহা,
ইন্দ্রিয়ের চিত্তবৃত্তির অপূর্ণ অভিলাষ।
রাত্রির নিস্প্রভ অন্ধকার,
ছায়াময় অবিচ্ছেদ্য সঙ্গী।
কবিকল্পিত চিত্রে কল্পনাবিলাসী চরিত্র,
নিখুঁত শৈল্পিক হস্তে,
সুপটু ঐশ্বর্য্যশালী স্বনির্মাণ ক্ষমতা!
তোমরা কবি,শিল্পী,তোমরা অব্যক্ত।
যেখানেই শিল্প সেখানেই সান্নিধ্য।
তবে কবি?
তোমাদের কবি বলি আর শিল্পীই বলি,
প্রশ্ন তোমাদের কাছেই!
তোমাদের ক্ষুধা নিভৃত হয় কিভাবে?
তোমাদের চিত্ততৃপ্তি-চিত্তদাহ এগুলো কিসে?
থাক! বুজতে পেরেছি,
ঐ ঝরঝরে পান্ডুলিপিগুলোই তোমাদের হাতিয়ার।
এগুলোই তোমাদের ক্লেশ থেকে নিস্কৃতি দেয়,
নবশক্তিতে সঞ্জীবিত করে।
সান্নিধ্যের সরণি সুগম করে দেয়।