দিন শেষে আজ ফের উদাস আমি,
ক্লান্ত পথে রাতজাগা সুখ।
একলা পথে প্রায়ই হাটি আর থামি,
খুঁজতে কল্পনার চেনা-অচেনা মুখ।


রোজ হয় রাত,হয় ফের দিন
বসে কিছু স্বপ্নের মেলা।
এরই মাঝে রয়ে যায় কিছু ঋণ,
আসরে বসে সুখ-দুঃখের খেলা।


দিন শেষে আজ ফের উদাস আমি,
নিত্য রাতের সুখ তারা দেখা।
একলা পথে প্রায়ই হাঁটি আমি,
খুঁজতে হারানো কিছু ভাগ্যরেখা।।