হারিয়ে ফেলেছি পুরনো সেই কবিতার খাতা,
যেখানে ছিল পেছনের লেখা না লেখা অসংখ্য পাতা।
স্মৃতির পাতায় ঝরে যাওয়া কিছু গান,
মেঘময় ছাঁয়ায় বৃষ্টিতে একটুখানি স্নান।


হারিয়ে ফেলেছি পেছনের রাখা সব স্মৃতি,
যা হয়তো সৃষ্টিকর্তার তৈরী মানবধর্মের ই রীতি।
লেখা ছিল অশেষ কবিতা অথবা কোন গীতি,
তবুও হারিয়ে ফেলেছি হারানো সব স্মৃতি।


নই আমি রবি ঠাকুর, নই আমি বিদ্যাসাগর,
তবু কেনো পথভোলা স্মৃতি করছে ভর আমার উপর?
আজ যদিও হারিয়ে ফেলেছি পুরনো সেই কবিতার পাতা,
স্মৃতির পাতায় ক্ষত-বিক্ষত কিছু গান।
তবুও হৃদয়ে গেঁথে রেখেছি পেছনের না লেখা কিছু পাতা,
যার ছোঁয়ায় করব আমি অনন্তকালের স্নান।