ফিরবেনা আর ঐ দূষিত স্মৃতির পাতায় কথিত নীলাঞ্জণা।
থাকবেনা রাতজাগা হৃদয়ের বরবর সেই যন্ত্রণা।
স্বপ্ন ছিল ক্ষুদ্র, ঘুম ছিল অনেক খানি গভীর।
ঘুম ভেঙেছে , তাই থাকবেনা ঐ হৃদয়ের কুড়েঘরে কোন মানুষের ভিড়।


চাইবেনা কেউ কোন ছবি আর মুখের এক চিলতে হাসি।
তাই হয়তো পূর্ব আকাশে তারা মিলেছে আজ রাশি রাশি।
হয়তো ফুটবে মুখে নানানরকম হাসি।
তবুও বলবেনা সময়, একটা বার ফিরে আসি।।


হয়তো সব ছিল মিথ্যা, যা ও এখন শেষ।
যেহেতু তোমার ইচ্ছা ছিল, তাই এটাও মেনে নিলাম বেশ।।
থাকবেনা কথিত হৃদয় আর তার সুরের গুঞ্জনা।
ফিরবেনা তাই আর ঐ কালো স্মৃতির পাতায় কথিত নীলাঞ্জনা ।।