ঘুমের রাজ্যে ঘুমিয়ে আমি স্বপ্ন মেলার মাঝে,


কি যে দেখি স্বপ্নে আমি সবই লাগে বাজে।


ঘুমিয়েছিলাম রাতে আর স্বপ্ন দেখি বিকাল-সাঁঝে,


আদৌ কি স্বপ্নগুলো লাগবে কোন কাজে?



শুনেছি ভোররাতে দেখলে স্বপ্ন হয় নাকি সব সত্যি,


চাই তবে আমি ফুলের বাগান আর এক উজ্জ্বল জ্যোতি।


যদিও নেই বিশ্বাস আজগুবি কথার প্রতি,


তবুও হয় যদি পাওয়া স্বপ্ন সত্যি, হয়না খুব ক্ষতি।



ঘুমের রাজ্যে ঘুমিয়ে আমি স্বপ্ন রাশি রাশি,


এতো স্বপ্ন দেখলে পরে লাগবে সবই বাসি।


ঘুম থেকে উঠব আমি দেখব রাতজাগা শশী,


আবার ঘুমাবো শুনে সেই পুরনো গান,


আবার দেখব স্বপ্ন আমি যখন হবে গভীর নিশি।