আচ্ছা বাপু,
হয়েছো নাকি সভ্য জাতি!
উচিয়ে মারো লম্ফ,
যুবতির গায়ে ছোট্ট কাপড়,
বুড়িরা পরে ঝম্প!


বাপ বেটাতে বন্ধু বটে,
একই সাথেই গিলছ, আবার
“বাপের মতো মানী কে আর!”
আঙুল নেড়ে বলছো!


মা কালি, মা লক্ষী বলে
চরণ ধুয়ে খাচ্ছ,
সেই মায়েরই জন্ম হলে
মুখটা কালো করছো!


বেচারা! বড়ু চণ্ডীদাস,,,
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই,
মানুষ মারো, মানুষ বেচো,
কেমন বিচার ভাই!


কড়ির টানে ঘর ছেড়েছে
বেশ্যা তাকেই বলছো,
দিন ফুরোলেই গাঁট খসিয়ে,
তাকেই ঘরে আনছ।


ঘরছাড়াদের নাম করে
যত ত্রাণের টাকা আনছ,
নিজেই গরীব সেজে সেসব
আপন ঘরেই তুলছো!


জুয়া খেলা করছো মানা,
জয় বাবাজী জয়,
এক টিকিটেই কোটিপতি,
কেমন করে হয়!


আমরা বাপু সভ্য জাতি,
অসভ্যতা করিনা,
যাচ্ছে চুলোয়, যাকগে চুলোয়,
ওসব ভাবলে চলে না।