অগম্যকে জয় করে, ডিঙিয়ে আড়রি,-
দেখেছিলে কোন্ বিভা, মমতার টান!
প্রতিটি আখরে যারা পশিয়েছ প্রাণ;
লেখা র’বে, তোমরাই আলোর দিশারি।
কোন্ ‍মোহে নিয়েছিলে আঁজলায় ভরি,-
প্রাণঘাতী কালকূট; মরণের দান!
করেছ বারুদ বাস - গোলাপের ঘ্রাণ!
অসীমের গরিমায় তোমাদের স্মরি।


হে চির তরুণ, এসো ফুলের সজ্জায়,
মহাবীর-যজ্ঞে রাখো পায়ের নিশান,
নীলাম্বর ছুঁয়ে যাক তোমার দেউড়ি।
অঙ্গীকার লহ মোর মায়ের ভাষায়,-
“ভুলবোনা কোনদিন তোমাদের দান;
মাতৃভাষা উচ্চারিব; এ শির নিখড়ি।”


শব্দ ব্যাখ্যা:
আড়রি > উঁচু-নিচু তট-ভূমি
বাস > গন্ধ ছড়ায় এমন
কালকূট > তীব্র বিষ
দেউড়ি > তোরণ অর্থে


(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)