আজ কেন হাহাকার? কেন বিলপন?
জনহীন মরু-ছায়া আননে বিতত!(?)
ধাঁধাঁ-র এ পথ নয় সুষম সতত-
(জরিন সুতোয় বোনা জটিল বুনন।)
যা কিছু সহজে আসে সাজাতে জীবন;
পড়ে রয় একপাশে অসারের মতো।
কিছু কিছু অভিমান, হৃদয়ের ক্ষত;
অগোচরে মুছে দেয় অপার স্বপন।


কখনো জীবন আসে মধুর আলাপে-
রোষাবেশে ছুঁড়ে ফেলা খেয়ালী খেলায়,-
ঠায় নেয় পরিতাপ- গোপন বিলাপে।
অসময় একদিন ঠিক বদলায়,
যাতনা আড়াল হয় হাসির গেলাপে,-
মুছে যায় অভিমান, পরিণাম নয়।


শব্দ ব্যাখ্যাঃ
আনন > মুখমণ্ডল
বিতত > বিস্তৃত
গেলাপ > আবরণ


(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)