দেখা হবে প্রিয় বন্ধু, এই রাজপথে,
তপ্ত ধুলিতে দিলাম ‍মুচলেকা লিখে,
অবারিত জন-স্রোতে সবার সম্মুখে;
স্বপ্ন বেচা কাঁচামাল থাকবেনা সাথে।
বিরাচারী সাধনায়, কৈতবী শপথে;
সমবেত ঐকতান বাজে কি দুর্মুখে!
আসবে সেদিন যবে মালীর-ময়ূখে;
লুটাবে দর্প, পরাবে, - মাল্য জয়-রথে।


যত আছে ফণী-বিষ - ঢাল অবিরত,
নীতিহীন শোষণের ক্ষত যত আছে,
সে বারুদ রয়ে যাবে; হয়ে পুঞ্জীভূত।
মনে রেখ দেয়ালের সীমা আছে পিছে,
বিজয় রয়েছে ঘুমে, - সময় জাগ্রত;
জয় ঠিক আসবেই শোষিতের কাছে।



শব্দ ব্যাখ্যা:
মুচলেকা > অঙ্গীকার পত্র
বিরাচার > বামমার্গীয় সাধনপদ্ধতি
কৈতব > ছল
দুর্মুখ > অপ্রিয়ভাষী
মালী > সূর্য অর্থে
ময়ূখ > জ্যোতি,


(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)