অনেক যতনে যে জন মোরে সঁপিয়া গিয়াছে বেদনা,
সেই চরণেই অর্ঘ্যিব মোর ব্যথার বন্দনা।
যে জন একাকী ঠেলিয়াছে মোরে বিরান পথের ধারে,
পথের পাঁচালী শুনাইবো তারে তাহারি আঙিনা পরে।
রুদ্ধ দুয়ারে চেতনার ডাক ঘড়ি-ঘড়ি কড়া নাড়ে,
খুলে যেত যদি সে দুয়ার শুধু একটিবারের তরে!
করজোড়ে যবে বলিয়াছিলে, কখনও যাইতে দেবনা,
আজিও হেথায় ঠাঁই দাঁড়ায়ে, আমারই সকল কামনা।
তালাশ যতোই করিয়াছ মোরে পাইয়াছ ততো তোমাতে।
এ জীবন মন সকলি সঁপিনু রইল না কিছু আমাতে।
তোমার তরেই বন্দনা গীতি গাহিছি এ কোন সুখে,
ত্রিযামা তিমির-এ ত্রিলোক নাচিয়া ত্রিশুল হানিছে বুকে।
এই যদি সখি প্রেমদান তবে লইবো তা খুঁটে খুঁটে,
স্বীকারিব তারে নজরানা সম বসাবো হর্ম্য কূটে।