এক রবি চিরকাল আলোকিছে সবে,
এক শশী সকলের পরব বিরচে,
ভাগীরথী নীর ভেদ করেছিল কবে!


ক্ষুধা নাহি করে ভেদ; ক্ষুধা যাতে ঘোচে,
তুমি-আমি (তারা-মোরা) সম নীরে কাঁদি,
এক মাটি-বায়ু-জলে সব দেহ বাঁচে।


ফুলের সুবাস নাহি দানে পাত্র ভেদী,
রামধনু, রংধনু, সে নামেতেই ফাঁকি,
কে বলে আচার, জাত, কোথা তার আদি!


তরু ছায়া নাহি ভেদে খিন্নে লয় ঢাঁকি,
সম্প্রীতি সর্বদা এই প্রেম গীত গা’বে,
“তোরা মোরা ভেদাভেদ সবি মিছে, মেকি।”


হয়তো মানুষ জাত তথা ঐক্য পাবে,
আমরা, তাহারা, যথা মিলে “সবে” হবে।


( তের্জা রিমা সনেট, অক্ষর বৃত্ত, ৮+৬ পর্ব, অন্ত্যমিল: কখক : খগখ : গঘগ : ঘঙঘ :: ঙঙ )