আজো যেতে এই পথে জরি রায় থামে।
মনে পড়ে, আজো সেই সস্তার রেস্তোরাঁ,-
ছেঁড়া ফাটা ওয়ালেট- কৃপণের পারা,
খুঁজেছি খাবার তাও- আরো কম দামে।
কম দামি ভালোবাসা কপালের ঘামে,-
কোথায় যে ঝরে গেছে! পাইনিকো সাড়া।
ঋতুর বদলে আসে শ্রাবণের ধারা,-
উইপারে মুছে যেতে বরষাটা নামে।


ফ্যাকাসে দুপুরে দেখা সুলভ স্বপন-
হাঁটু মুড়ে বসে থাকে। দিয়ে গেছে পাড়ি,-
আধ খাওয়া সিগারেটে পুরোটা জীবন।
বেড়েছে সুখের রঙ, বাড়ছে স্বজন,
আকাশে হেলানো যেন উঁচু রায় বাড়ি!
দূর আজ বহুদূর, হাজার যোজন।



(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)