কোকিল বিস্ময়ে বলে;
কোথা আছে আলো?
সবই দেখা যায়
কাকের মতো কালো।
বকের সারি বলছে হেসে;
এই ভাবনায় চলো!
আমি দেখি সবই সাদা;
কালো কেন বল?
ময়ূর বলে পুচ্ছ নেড়ে;
কোন পাখাটি চাও?
ময়লা ধলা সবই আছে,
যেটা খুশি নাও।
হরেক বর্ণ বাহার আছে,
সবই সাথে রাখি,
আমি হলেম শ্যামের শিরে
ইচ্ছে পূরণ পাখি।