খুকু আয়,
দু-পা হাঁটবি? এই জোছনায়,
আঙুলে আঙুল দিয়ে তোর কচি দুটি পায়।
তাকিয়ে দেখ! কত আঁধার ঘনায়! কি!,,,ভয়?
চল দেখবি, কি করে জোনাকিরা পথ খুঁজে পায়,
কি করে নক্তচর ওড়ে আঁধারের গায়;
কত দেখা জমে আছে এই ঘোলা চশমায়!
সব তোকে দেব, তোর তুলতুলে চোখের পাতায়।
খুকু আয় না! একটু হাঁটি, এই জোছনায়!
শুনবি চল, ক্ষ্যাপা দাশু কেমনে চোরকে হাঁকায়।
ঐ দেখ, চাঁদের গালে তোর নরম গাল দেখা যায়।
খুকু নিবি? সর্পমনি! সাপের মাথায়!
ভয় কেন! আলো নেই তাই?
অন্ধকারে সব দেখা যায়।
বলতো খুকু! নিশীথে ঝরা শেফালী কেমন দেখায়!
ও, তোর তো কথাই আসেনি রসনায়;
চল আঙুল বোলায়।
গান শুনবি? ঐ শোন, রাত্রিরা গায়,
স্বরলিপি নাই,
আয়, ‍দুয়ে মিলে দোহারী হয়ে যায়।
চটি খোল্, দেখ নরম পায়ের তলায়;
দগ্ধ পথের ধুলো কতো আর্তি শোনাই!
খুকু স্বপ্ন নিবি? চল বকুল তলায়,
তুই আমি থরে বিথরে স্বপ্ন কুড়ায়।
তোর দুধ মাখা ভাত শুধু কাকেরাই খায়!
চল শেখাবো তোকে, কেমনে অন্ন বিলাতে হয়।
আঙুলটা কষে ধর না! পড়ে যাবি চোরা ভাঙায়।