ভোর বেলা চা দোকানি, ঘুমে ঢুলু চোখ,
আজো সব্জির পাল্লায় দিয়ে চলে ফাঁকি,
খবরের পাতা এসে মুখে পড়ে দেখি,
সুখটান এ্যাশট্রে-তে, ছাই হয় শোক।


হাত পোড়া তরকারি, আধ ভরা ভুক,
মাস্কের পেছনে করে ঠোঁট আঁকি-বুকি,
একঘেয়ে নিঃশ্বসন; আর কতো বাকি!
জাগ্রত স্বপ্নেরা জপে, ঘুমঘোর শ্লোক।


ইশতিহারে অগ্রণী শ্লোগান ওঠায়;
নিদারুণ এ গরমে জোড়া কাঁথা চায়।


খরচা টা হলো বুঝি বড়ো বেসামাল!
জোয়ারে জোয়ার বয় সারা দেশময়।
জনগণ দেখে বলে, আহা! কি কামাল!
রেকর্ডটা চুরমার রোজনামচায়।



( ফরাসী, অক্ষরবৃত্ত, ৮+৬=১৪ পর্ব, অন্ত্যমিল: কখখক : কখখক :: গগ : ঘঙঘঙ )