মন্বন্তর নেই আর, কে দিয়াছে এই সমাচার,
সে গুপ্ত ঘাতক হয়ে, এখনো হেনে চলে মরমে।
অভাগার দল যত, তৎ মরেছে জনমে জনমে,
ক্ষুধাতুর চোখ খাদ্য মাগিছে, এখনো নির্বিকার।
পয় মাণবক থেকে যায় ভুখা পেট, অর্ধাহার,
কুসীদ কর্জে চাষার লাঙল, বিকিয়েছে নিলামে,
দীনতার কষাঘাতে, মরদের অপঘাত; শরমে।
মুখ্য মাথার নেইকো জিরেন, দর্শন করিবার।


কপালের ঘামে ফলে যে সোনা, বিক্রি ধুলির দামে,
স্বর্ণ মূল্যে কিনে যায় চাষা, একটি ভাতের কণা;
মন্বন্তর থেকে যাবে, সে তো মিটিবে না কভু ধামে!
গরীব নীতির ভণ্ড চোরা, যতদিন দেবে হানা;
জ. আবেদিন পাঠাবে সমন, ‘মৃত্যুক্ষুধা’র খামে,
গরীব দুঃখীর এই মন্ত্র সব জনতার জানা।



(পেত্রার্কীয় সনেট
অন্ত্যমিল: কখখক কখখক : গঘগ ঘগঘ)