“জল পড়ে যেদিকে,
ছাতা ধরো সেদিকে”
ওরে ব্যাটা দোহারি-
জ্ঞানে গুনে বাহারি,
যবে হবে ঘুর্ণি, জন খাস মহলে;
ছাতা ক্যাবে ধরবি! মরবি কি তাহলে?


গিরগিটি স্বভাবে-
তালি দিস কিভাবে!
চোরে চোরে জোচ্চুরি
গুরু বড়ো মস্করী!
তেলে তেল তেলা, তেল কত আর ডলবি!
ফাল হতে কতকাল সুঁই হয়ে গলবি!


উদোমাদা যতোসব
ধরে ধামা তোলে রব-
“দলপতি প্রকৃতি,
বেলি, জবা, প্রভৃতি”
আপনারে বিকিয়ে কতদিন চলবি!
নিজ ঘরে চুরি হলে ঠিক কান মলবি।