সনেট রিডাবল্/হিরোয়িক ক্রাউন – ১৪ তম পর্ব



তলবে-হুকুম জারি; - যাতনা রণন,
কী ছিল আমার পাওয়া, কী বা হারালাম!
যা কিছু তোমার ঋণ, দু’হাতে নিলাম,-
পরিশোধে কেন আজ হৃদয়-বেদন!
যে পতঙ্গ মুক্তি চেয়ে হোমে দিল প্রাণ;-
সারা নিশি আলো খুঁজে উড়িয়ে বাদাম;
প্রদীপের শিখা-তলে অন্তিম আঞ্জাম,
ছিল নিশার ডুবুরি, আলোর সন্ধান।


হয়তো এখানে কিছু অবশেষ রবে,
হয়তো বা ঘষা লেগে মুছবে অক্ষর;-
তথাপিও আঁচড়ের দাগ থেকে যাবে।
বরষা প্রত্যাশা ছিল এতোই প্রখর;
কখনো ভাবেনি তরু; ঝড়ে ভেঙ্গে যাবে!
কী রঙ দেব হৃদয়ে, রক্ত ক্ষরা পূর্বে!


শব্দ ব্যাখ্যা:
বাদাম > পাখা বা ডানা অর্থে


(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)