সনেট রিডাবল্/হিরোয়িক ক্রাউন – ৫ম পর্ব



দেখ আগে, যত লাস্য - রয়েছে সগর্বে;
প্রজ্বলিত স্মৃতি-দীপ, - আমার কামাই।
দেহ সাথে মন পুড়ে মসি-মাখা-ছাই;
আঁচড় কেটে কী খোঁজ! কী’বা পড়ে রবে!
ছাই টুকু শুধু শুধু আঙ্গুলে মাখাবে।
হে ইলাহী, তোমার তো ক্ষুধা-তৃষ্ণা নাই;
এ তৃষ্ণার সুধা-বারি কার কাছে চাই!
মূল কাটা শাখী-শিরে; বরষা কী হবে!


ন’য় পরালে জঞ্জির আমার দু’হাতে;
তোমাকে চাওয়ার কি - নেশা মিটে যাবে!
সে কোন্ কান্না! যে অশ্রু, রয়ে যায় চোখে।
পুঁজি টুকু শেষ হ‌লো ফাউ দিতে দিতে;-
এ-দু’হাত তবু ওঠে; সদা সুখি হবে;
আজ প্রশ্ন কেন তবে, আছি কোন্ সুখে!


(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)