সনেট রিডাবল্/হিরোয়িক ক্রাউন – ৭ম পর্ব



ফিরিয়ে ‍দেবেনা জানি; এ তুচ্ছে অলক্ষ্যে।
যাবো তো যাবো কোথায়! কোথায় আঞ্জাম!
গলি গলি খুঁজে ফিরি আমার মোকাম,
প্রশ্ন করে সবে, ঢালি, বিষ শীলি-মুখে।
বদ-দুয়া দেয় সবে, “বেঁচে থাক সুখে,”
নিয়তি সে রঙ-হীন ময়ূর পেখম;
আয়ুবৃদ্ধিতে কেবলি; বাড়বে জখম,-
জীবনের দায় নিয়ে ঘুরছি সমাক্ষে।


মেহেদির রঙে ছিল - আমার কৃশতা;
অগ্নি হয়ে সেই রঙ আমায় পোড়ায়!
নমরুদ তো না আমি তোমাদের ভবে!
এক জীবন দূরত্ব সে কালের খাতা;
নিশি-কাব্যে নিশাচর বারতা পাঠায়,-
খবরটি যেতে যেতে; সে খাকে লুটাবে।


শব্দ ব্যাখ্যা:
শীলি-মুখ > মৌমাছি (শীলি-মুখী)
কৃশতা > দুর্বলতা


(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)