সনেট রিডাবল্/হিরোয়িক ক্রাউন – ৯ম পর্ব



মুছে দিয়ে হেনা রঙ – ভিনদেশী রাণী,
কত রঙ মুছে যায় অনেক দেখেছি;
বড়ো বে-আবরু হয়ে আমি মুছে গেছি,
আবার আমার সেই - একই জীবনী।
দুনিয়া বাজির খেলা; মানী প্রিয় মানী,
নিঃস্বের বিশ্বাস যত; বাজিতে ধরেছি;
বিত্ত-বৈভবের কাছে আমিই হেরেছি,-
ললাটের গ্লানি মোরে দেখায় তর্জনী।


ভেবোনা প্রতিশ্রুতিতে বেঁচেছি সতত;
জেনে রেখ ভ্রান্তি শুধু, নয় সমীচীন,
পাওয়া হ’লে এই দীন খুশিতে মরিত।
না হয় হৃদয় খুঁড়ে লোহিত আস্তিন!
হ’লাম না হয় মোরা; আবার অজ্ঞাত!
স্বস্তি, সে হাতে ভরেছি রঙ দু’টো দিন!


(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস: ৮+৬)