গণতন্ত্র অর্জনে মোরা সবাই হলেম ধন্য,
জনতার মতে সরকার হবে এটাই মোদের কাম্য।
সবার মতের থাকবে মূল্য অভিন্ন অধিকার,
সবার জন্য থাকবে সুযোগ গরীব, চাষী, কামার।


এমন দেশেতে মূর্খ বলে, আমিই বা কম কিসে!
দেশ জনতার করবো সেবা, দশের চেয়ারে এসে।
নমিনেশন টু প্রচার পত্র দ্বারে দ্বারে কড়া নাড়া,
গলা ফাটিয়ে ভাষণ হলো, বাকি শুধু ভোট পড়া।


জ্ঞানী গুনি চায় আমূল বদল চায় যে নতুন মুখ,
খেটে খাওয়া ভুখ দেখিল হাউসে এইতো আমার সুখ!
বিপুল ভোটে বিজয়ী নিতাই, বিজয় উল্লাস তুঙ্গ,
নিতাই নামটি বদল হইয়া হইল নিত্য সিংহ।


একদিন এক সুধীজন এলো নিত্য সিংহ দ্বারে-
শংসাপত্রে মোহর করিবে নিতাই ব্যাটা এবারে।
স্বাক্ষর চায় সিঙ্গী মশাই, সুধী বলে করজোড়ে,
নামটি লিখতে কলম ভাঙিল বানান কবলে পড়ে।