-বিপাক পাথারে ডুবিস না ওরে
যার যার ফের দেখবে নিজে;
তোর কি গরজ শুনি?
নিজে বেঁচে দে বাপের জয়ধ্বনি।
-অভিভাব, বলাৎকার ঊর্ধ্বগতি, নাহ!
বাটির বাহিরে ফেলবো না আর পা।
-চলতি কালের তস্করী রাজনীতি, বেজায় বেখাপ্পা!
ঘুষ ঘুষিয়ে চাকর হয়ে ডাল দিয়ে ভাত খা।
-টিটকিবাজের আড্ডা হোথায়;
ঘুরতি পথে যা দিকিনি, গা বাঁচিয়ে থাক।
-পরের বাড়ি লাগলে আগুন; আপন বাড়ি ঢাঁক্।


বা রে বাহ! কি আজব সমাধান!


তোরা কি না সেই জাতি!
দেশের বিপদে ঝাঁপিয়ে পড়ে-
গেঁড়েছিলি লাল সবুজের খুঁটি।
যে চারা লালচে সবুজ;
চাষা সেখানেই সার ফেলে।
দেখেছিস কভু! নীরোগে ওষুধ গেলে!
ওরে মূর্খ! আর কত ছাড় ছাড়বি!
থুথু ফেলিবার জায়গা না পেয়ে
পেটেই নিয়ে মরবি।
জাতীয়তা থেকে ঘরের বৌ,
ছিনিয়ে নেবে পর,
প্রতি পদে পদে শোধ করে যাবি,
পাওটা ফেলার কর।
দেশ তো বেঁচেছে, ন্যায্য আদায়-এ চ,
তোরা আরও একবার গণ বিপ্লবী হ।