আমার দাদার মস্ত বাড়ি বিশাল হেঁশেল ঘর।
নিকটতম আসতো যেতো পাক ছিল জমকালো।
দাদার যত্ন সেবায় থাকত এককুড়ি কিংকর।
হাতটি শুঁকেই চোর ধরতো নাক ছিল উঁচালো।


দশ পল্লির ঠোঁটের ডগায় দাদার উপস্কর;
ঘাট-সড়কে দেখলে সেলাম মারতো বারংবার ।
গায়-বলদে ভরতি ছিল দাদার গোয়াল ঘর,-
রাখাল গোটা সাতেক, বড়ই এলাহি কারবার!


দাদার গুন কীর্তন আমি গাইব শহর গ্রামে,-
তেপান্তরে, দেশান্তরে, উচ্চেস্বরে দর্পী শব্দকল।
এমন মহা মানব আরেক আছে কি এই ধামে!
[থামলি ব্যাটা! বলছি নিজের পরিচয়টা বল্!]


সেটাই বলি মশাই, আমার পরিচয় তো বড়!
“আমি হলেম দাদার নাতি” তাই করা সব জড়ো।


( শেক্সপিয়ারীয়, অক্ষরবৃত্ত মহাপয়ার, বর্ণবিন্যাস: ৮+১০ অন্ত্যমিল: কখকখ : গঘগঘ : ঙচঙচ : ছছ )