যে হৃদয় গড়িলাম এক ঋতু দেশ,
সুধীজন অভিহিত “বসন্ত সতত”
শুনি সেথা কাকেদের কর্ষণ প্রতত।
প্রজাপতি সাত রঙ ত্যাগী অবশেষ-
সাদা কাফনে লুকায়, এই কি স্বদেশ!
সশব্দে হাসে বিপ্লবী পিশাচের মতো;
পদতলে স্বাধীনতা দলে ক্রমাগত।
কারিগর বিনিময়ে তুলে নেয় ক্লেশ।


হে বিপ্লবী, সহোদর তোমারে সেলাম,
হাতুড়ি, কোদাল, কাস্তে ছুঁড়ে ফেলে চাষা-
করে চলে বিনাশের যজ্ঞ, আরাধনা।
এক সচেতন কবি- রচিল রচনা,
শিরোনামে “প্রেম” লিখে বিদ্রোহী বিভাষা;
“মধুবনে রাজা হলো তাসের গোলাম।”



( পেত্রার্কীয়, অক্ষরবৃত্ত, পর্ব ৮+৬=১৪, অন্ত্যমিল: কখখক : কখখক : গঘঙ :: ঙঘগ )