উচ্চ মহীরুহে ডেকে পরগাছা কয়,-
যার শির উঁচু হবে সেই হবে রাজা।
তরুলতা-গুল্ম-ঝাড় বেবাক উপজা;
সকলে মানিবে বশ; রাজার কথায়।
তাই হোক বনায়নে; শাখী দিল সাঁয়।
পরগাছা মহীরুহ চূড়ায় বিরাজা,
রবিকর হাতে নিল বিচারের ধ্বজা,
রাজা হলো পরগাছা; রবি দিল রায়।


একদা আসিল ঝড়; বন-বিথীকায়,
মহীরুহ ভেঙে গেল ঝড়ের দাহাড়ে,
পরগাছা ভূমিপরে পড়িলো অসাড়ে,
খাড়া হতে পরগাছা চাড়া নাহি পায়;
ঝড়ে ভাঙা মহীরুহ নবশাখা ছাড়ে।
পরগাছা তরুমূলে হামাগুড়ি খায়।


শব্দ ব্যাখ্যা:
উপজা > উৎপন্ন হওয়া, জন্মানো


( পেত্রার্কীয়, অক্ষরবৃত্ত, বর্ণবিন্যাস: ৮+৬, অন্ত্যমিল: কখখক : কখখক :: গঘঘ : গঘগ)