সমাচার, ছুটে চলে রথ চতুরশ্ব,
“বৃদ্ধা মাকে মারধর সম্পত্তির জেরে”
“সন্তানের খুনি; পিতা” ঘন অন্ধকারে;-
আজকে হাসনাবাদ, কাল সারা বিশ্ব।
শত দলিত রাস্তায়, অমা চতুষ্পার্শ্ব!
শিখিয়ে দাও উৎকট সে গালি আমারে;
জিহ্বা কাটা পূর্বে যাহা দিয়েছ উগরে!
সিদ্ধি লহ কন্যা তুমি; তুল্য রো‌হিতাশ্ব।


এখনো আছে পিশাচ, লোলুপ দৈত্যবৎ!
আজ নেই শুধু চণ্ডী! প্রলয় প্রতীক্ষা!
চাই না এই সভ্যতা, ধ্বংস হোক সৃষ্টি!
জাত-পাত, বর্ণ-দম্ভ, ঘটুক নিপাত,
এ কলির দানবের; মিটুক বুভুক্ষা।
জ্বলুক ভূবন যেথা; তোমার অন্ত্যেষ্টি।



শব্দ ব্যাখ্যা:
রো‌হিতাশ্ব > পৌরাণিক রাজা হরিশচন্দ্রের পুত্র


( পেত্রার্কীয়, অক্ষরবৃত্ত, বর্ণ বিন্যাস: ৮+৬ )