সবার কাছে এখন আমার অনেক সুখের ঋণ,
বাদল যেথায় রিমঝিমিয়ে ধরণীর দেনা শুধিবে,
সেথায় হবে আমার সকল ঋণ শুধিবার দিন।
সবার কাছে এখন আমার অনেক সুখের ঋণ।


ঘরের কোনের সেই ছেলেটি ঘর করেছে পর,
ফাগুন যেথায় মন রাঙিয়ে প্রণয় দোলায় দুলিবে,
বাঁধন হারা, ছন্নছাড়া এই কি আমার বর!
ঘরের কোনের সেই ছেলেটি ঘর করেছে পর।


দিনের শেষের তৃপ্ত আলোয় তপ্ত ধুলোর মেঘ,
সূর্য যেথায় গনগনিয়ে রক্তিম লালে পুড়িবে,
সেথায় আমার বাস্তবতা রইবেনা আবেগ।
দিনের শেষের তৃপ্ত আলোয় তপ্ত ধুলোর মেঘ।


ঘর্ম সিক্ত আমার বসন খড়গে রুধির ধারা,
দামামা যেথায় ডগমগিয়ে নৈঋতে বোল তুলিবে,
ঝড়ের শেষের ক্লান্ত পাতা বিজয় কেতন মেলিবে,
আর একটি শ্বাস বাঁচার তরে চোখ যে পাগল পারা।
ঘর্ম সিক্ত আমার বসন খড়গে রুধির ধারা।