শুনতে কি পাও বন্ধু; রাত্রির বারতা?
কত অশ্রু দলে করো লাস্য উন্মাদন,-
ক’টা ঘর ভেঙ্গে গড়ো - বেহেস্তি নন্দন!
কত খুনে পাও অর্ঘ্য; (শাশ্বত নিত্যতা)!
সু-গঠন, সু-বচনে, - তোমার বাগ্মীতা;-
ছড়াও গলিত প্রাণে - সুগন্ধী চন্দন।
মসজিদ ভাঙ্গা হাতে – জিন্দিগী পত্তন;
উপসংহারে সবই - জবরজঙ্গতা।


ভাবছো সুখের চূড়া - কিনবে নিমেষে;
টানছো দুখের আগে - বিত্তের দেয়াল;
মলছো দু-পায়ে শান্তি,- নিত্য বে-খেয়াল।
লোভের তিয়াসে অন্ধ, মিথ্যার বিদ্বেষে-
পড়বে যখন ভেঙ্গে শঠতার হাল,-
খুঁজবে অকূল হয়ে; স্বস্তি অবশেষে।



(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)