শ্রান্ত এক ফেরারীর যাযাবর পথ;
অবসন্ন পায়ে মেখে; ধুলার উত্তাপ,-
হেঁটে গেল কাঁধে লয়ে; শেষ অভিশাপ,
শিলা খুঁড়ে লিখে গেল; না ফেরা শপথ।
পেরিয়ে মহুল বন - ছিঁড়ে দাসখত;
হয়েছে নিজেই আজ; নিজের খেলাপ।
তুলে নেয়া কড়ি যতো- খেয়ালী প্রলাপ;
পথেই কুড়িয়ে গেল - ভুলের বিপথ।


হাতের মুঠোয় কিছু অবিদিত কথা;
হাতের রেখায় মিশে হ’লো অন্তরাল,-
রয়ে গেল অগোচরে; মনের গভীরে।
যেখানে ভুলের শেষ, পরিণাম গাঁথা;
বিজিতের আগে খাড়া আলগা দেয়াল,-
কেঁদে গেল যাযাবর সেথা অনাদরে।


(পেত্রার্কীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬)