অস্ত্র রচে শস্যকণা, অস্ত্র হানে প্রাণ;
হাতেই রকমফের, চাষী ফলে যায়-
মজবুত হাতে খন্দ অশ্ম মৃত্তিকায়,
খুনী সেথা করে যায় শোণিত ক্ষরণ।


চকমকি বর্শা, তীক্ষ্ণ ক্ষুর ধার বাণ;
আমূল পরিবর্তন আনে সভ্যতায়।
হুতাশন অভিতাপ জীবন সাজায়;
দাবানল রূপে কভু হয় ক্লিশ্যমান।


তারুণ্য জৌলুস অগ্নি সরূপ; খেলায়
না মজে চালনা করো কৃষ্টি রচনায়।


ওহে সবুজ, হয়োনা হাতের পুতুল-
দৃষ্টি মেলি একবার আপনারে চাও,
সিদ্ধান্ত-বাগীশ তুমি, করো না কো ভুল;
পথহারা ধরণি কে পথদিশা দাও।


কৃষ্টি - শিক্ষা, চর্চা, পরিশীলন, অনুশীলন, সংস্কৃতি, মার্জিত রুচি, সভ্যতা
( ফরাসী, অক্ষরবৃত্ত, অক্ষর বিন্যাস: ৮+৬, অন্ত্যমিল: কখখক : কখখক :: গগ : ঘঙঘঙ )