তাম্র রবির ছটায় স্বাগত হে বন্ধু!
রবিবর্ষে কন্যা লগ্নে চক্রবাক চকি
তুমি উন্মগ্ন জলজ, প্রেমামৃত সাকি
আমি, ঢালি প্রেমো-বারি, তুমি তৃষ্ণ-সিন্ধু।


বরষিলে কুললক্ষী মুখে লয়ে মধু,
সিন্ধুসম ভালোবাসা কপালেতে আঁকি।
জলমগ্ন পারাবার, তৃৃষ্ণা তবু বাকি!
জল খুয়ে শৈবলিনী বালুচর ধু-ধু।


এসো মখমলি পথে, এসো দীপান্বিতা,
জ্বলিতে প্রস্তুত আমি, এসো সম্ভাষিতা।


আসিলো রমণী ভবে, প্রীতি, অনুরাগে,
তব প্রেমো লোভে মত্ত লোভিনু প্রসাদ,
আকাশ নীলে সপ্নীল, মম সানুরাগে;
বুঝিনি সে বেলাভূমে বালির প্রাসাদ।


( ফরাসী, অক্ষরবৃত্ত, বর্ণ বিন্যাস: ৮+৬, অন্ত্যমিল: কখখক : কখখক :: গগ : ঘঙঘঙ )