চকমকানো এক ফালি চাঁদ
রাত আকাশে হাসে,
স্বপ্ন গুলো জ্যোৎস্না মেখে
মনের দেশে ভাসে।
ফুটফুটানো তারার মেলা
মিটমিটানো আলো,
সেই আলোদের খুশির তানে
হারায় মনের কালো।
চাঁদও তারার আলোয় আলোয়
মন কাড়া এক খেলা,
মন ফিরে পায় আপন দোলা
জ্যোৎস্না রাতের বেলা।