আঁকা বাঁকা গাঁয়ের পথে
চলছে গরুর গাড়ি,
নতুন বধূ পালকি চড়ে
যাচ্ছে শশুর বাড়ি।


মায়ে বসে লিখছে চিঠি
আমার বাবার কাছে,
ছোট্ট পাখি মধুর সুরে
ডাকছে জারুল গাছে।


ফুলে ফুলে বাগান রাঙা
প্রকৃতিরই হাসি,
নিত‍্য ভোরে রাখাল ছেলে
বাজায় বাঁশের বাঁশি।


কল্পলোকের কল্পনা সব
কল্পনাতেই গড়া,
ভাবলে তুমি সত্যি যে সব
কল্প কথার ছড়া।