কর্ম রঙিন
মো. পারভেজ হুসেন তালুকদার

কর্ম রঙিন ভূবন জুড়ে
কর্ম ছোট্ট নয়,
সব কাজেতে সফলতার
ডালি আঁকা হয়।

কর্ম রঙিন সবার ভাগ‍্যে
প্রতি ক্ষণে ক্ষণে,
রাঙা জীবন চাইলে বাঁধো
জুটি কর্ম সনে।

কর্ম রঙিন সুবাস মাখা
ফুলটি তোলে নিয়ে,
সফলতা খোঁজো তাতে
ভালোবাসা দিয়ে।