কবিতাঃ ডাকপিয়নের দিনকাল
মোঃ পারভেজ আলম মাফুজ
   *****---*****
প্রতিদিনই ফেরী করতাম কত খবর
এটাই ছিলো আমার কাজ,
হাঁটে মাঠে ঘুরে বেড়াতাম
ছিলো না কোনো লাজ।


কতজনকে পৌঁছালাম চিঠি
করিয়েছি প্রণয়ের আদানপ্রদান,
কত জীবন পার করিয়ে আমি
শেষে করিয়েছি গলায় মাল্যদান।


আসতো যত ঝড় তুফান আর
হানাহানি লাগতো দেশে,
সূর্যোদয়ে ছুটতাম এই আমি
ডাক হরকরার ছদ্মবেশে।


লোভ লালসা ছিলো না আমার
ভয় ছিলো শুধু আমার সম্মানে,
আমার গলার হাঁক শোনার অপেক্ষায়
কত নব বঁধু থাকতো আনমনে।


এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
ডাক পিয়ন আমি সবার চেনা,
সোনা,রুপা কিংবা টাকা দিয়ে
যেতো না আমার নীতি কেনা।


এইসব দিনকাল ছিলো আমার
কোনো কালে এই সোনার বাংলায়,
ডিজিটাল কালে অদৃশ্য যন্ত্র এসে
চাকরি আমার এখন সে সামলায়।