দেখা হবে, লাশ কাটা ঘরে
                  বিদীর্ণ শিরে
তন্ত্রদগ্ধ জীর্ণ দেহে
                  শ্রাবস্তির নীড়ে ।
ক্ষুরধার চাকুতে বিদীর্ণ করিব
                  শিষ্টাচার যত,
বিতাড়িত করিব সমাজ থেকে
                  ভালমানুষিক ক্ষত।
ভদ্র, নম্র, সুশীল জাতি
                  আমারি চাকুর তলে
যত প্রহসন কুরবানি করিবে
                  ভ্রূকুটি জগদ্দলে ।
আমি অনাচার, সুশীল জাতির
                  ন্যায়কে করিব বধ
অন্যায়, জুলুমে ভরিব সমাজ
                  কমাইতে মোর ক্রোধ ।
জন্মেছিলাম সুবোধ ধরায়
                  পেতে মহিমা যার
কথায়, কাজে বিষিয়ে দিল
                  নাম দিল অনাচার ।
সেই থেকে পণ, রাখিব স্মরণ
                  সুশীল প্রাণীর লেশ
আজো তাই চেয়ে আছি পথ
                  সুশীল করিব শেষ ।