নিশিরাতে গুনগুনিয়ে
আসছি মোরা তেড়ে ,
রক্ত খাবো ইচ্ছামত
দেব না আজ ছেড়ে ।


হুল ফুটিয়ে টগবগিয়ে
রক্ত খাবো তোর
মাফ পাবে না কেউ
দেখাক যতই জোর ।


রক্তের গন্ধ মিষ্টি গন্ধ
মনকে করে ব্যাকুল ,
স্বাদ যে পেয়েছে
খেতে করবে না আর ভুল ।


একটুখানি ফাঁক পেলে
ঢুকবো ঘরের ভেতর
মানুষগুলো কেমন জানি
এখন বড়ই ত্যাঁদড় ।


জানলা দরজা খোলে না আর
আরও জ্বালায় ধোঁয়া
রক্ত খাওয়া আজকাল
নয়কো , ছেলের হাতের মোয়া ।


গায়ে পড়লেই ফটাস ফটাস
হাতে বাজায় তালি
এসব দেখে খোকন সোনা
হাসিতে ফালাফালি ।


সবসময় ভয়ে থাকি
ফিরবে কি সোনা ঘরে ,
খেতে দিতে রক্ত একটু
মিনতি সবার তরে ।