এক ক্ষিপ্র টানে নদীর জল বয়ে চলে সমুদ্র পানে
মৃত্যুর শব্দ শুনেও শিউলী ফুলেরা গন্ধ ছড়ায় শরতের ভোরে
ভাদরের পূর্ণিমায় যুবতী চাঁদের দেহ গলে কামাগ্নিতে


তবে আর কোন দ্বিধা নয় ,  সংকোচ নয় ভেসে যাও প্রেমের জলে
উষ্ণ মন্থনে আনন্দ সংগীত বেজে ওঠুক হৃদয়ে হৃদয়ে ।