ছাতাটির গায়ে ছিদ্র শতশত
বকুল ও অশ্বত্থ গাছের মতো
এ ছাতার নীচে হিম ছায়া নেই,
রৌদ্র ক্লান্ত পথিকেরা নেয় না
বিশ্রাম টুটাফাটা ছাতার তলে।


চৈত্রের দিনে স্বেদ বিন্দুতে ভেজা
কৃষক ফেলে না  স্বস্থির নিঃশ্বাস ,
অন্ধ বাউলের দোতারা বাজে না
প্রেমহীন ছায়াহীন এ দুঃসময়ে।


তবে কখন আসবে কারিগর
ছাতাকে মেরামত করবে বলে,
ছায়া ঢেলে দিবে ছাতার কাপড়ে?