জলে ভেজা মাটিতে জন্মানো গুল্ম লতার মতো লোভের
শিকড় গ্রন্থি বিস্তৃত হয় চেতনার অনিঃশেষ গভীরে
চোখ থেকে ফোঁটায় ফোঁটায় নিঃসৃত আগুনে ছাই হয়
আত্মজ-আত্মজার পলল জমিন
সবুজ শিশু পাতাগুলো অসময়ে পাণ্ডুর হয়ে ঝরে পড়ে
অযত্নে নষ্ট হয় কোমল মাটিতে বুনা সম্ভাবনার বীজ
সাবার অলক্ষ্যে বকুল ও শিউলী গাছ থেকে অর্ধষ্ফুট ফুল গুলো
ঝরে পড়ে যখন নেয়া হয় যান্ত্রিক বিদ্যানিকেতনে
পিতা-মাতার কল্পলোকে বৃক্ষগুলো তর তরে বেড়ে ওঠে
এ বিদ্যায়তনে কোন প্রাণ নেই , কোন ফুলের চাষ নেই
শুধুই রোবটিক ভঙিমার পাঠ শেখানো হয়,
গাওয়া হয় কাঁকতারু’র গান
হৃৎকমল ছিঁড়ে অক্ষরগুলো রাখা হয় স্মৃতিরকোষে


মুদ্রার ঘ্রাণে ভুল পথে হেটে যায় শিশুদের দল।