এক অদৃশ্য ইঁদুর সম্পর্কের শেকড়- গ্রন্থি কাটে কুটকুট শব্দে
হাত থেকে ছুটে যায়   নির্ভরতার আঙুল এক দীর্ঘ পথ শেষে
চেনা মুখ ,চেনা চোখ অচেনা মনে হয় রাতের বিষণ্ণ আঁধারে  
এখন বেহুলার ভেলা   ভাসে না গাঙ্গুরের জলে
মুদ্রার ঘ্রাণে ভুলে যায়  দ্যুতিময় ঠোঁটের ভাষা।


তবুও অপেক্ষায় থাকে এ চোখ
শ্রাবণধারায়  মৃত এ নদী ভরে উঠবে প্রেমের জলে
জুঁইমাখা রাতে হাসবে যুবতী চাঁদ
স্নিগ্ধ ভোরে হৃদয়াকাশে  পাখিরা উড়বে যত্রতত্র ।