এক প্রৌঢ় পথিক ও তার স্বজনেরা হেঁটে যায় দূর অজানায়
শেষ বিকেলে পায়ের ধুলো মিশে যায় পশ্চিমের রক্ত রেখায়
হঠাৎ তার প্রিয়জনদের পায়ের শব্দ থেমে যায় নিস্তব্ধ বধিরতায়
পিছনে ফিরে খুঁজে বেড়ায়  তাদের জ্বলজ্বলে মুখ।


অকস্মাৎ সামনে তাকিয়ে দেখে চরণ চিহ্ন রেখে গেছে ধুলোর গায়ে
পথের উপর পরে আছে ঘুঙুর, বালা ও হাত ঘড়ি।