নিস্তব্ধতা ছিঁড়ে ডানা ভাঙা স্মৃতিগুলো জেগে উঠে
লাল-হলুদ পাখির মতো উড়ে যায় এদিক-ওদিক ,
ডানার প্রতিটি শব্দে কাঁপে হৃদয়
স্নায়ুর তন্ত্রীতে মিশে যায় চোরাকাটা ।
আমিতো রেখে এসেছি রুপালী কৌটাভরা প্রেম,
একগুচ্ছ সনেট,  রংতুলিতে আঁকা তোমার পোট্রেট ।
তবু কেন তুমি নৌকো ভিড়াও স্মৃতির বন্দরে,
মরচে ধরা জানালার কপাট খোলে
ভাঙা ভায়োলিনে বাজাও বেদনার গান ?