আবার জন্মানোর সুযোগ নেই
মানবিক হয়ে ভালবাসা ছড়াও
হৈমন্ত আর আষাঢ়ের বরষায়;


তুমি না থাকলেও
তোমার প্রেমের সফেদ মেঘে
নীল আকাশ আর মিষ্টি রোদে
খেলা করবে। ভেজা ঘাস, ভোরের শিশির
শ্রাবণের জলপ্রপাতের মতো।
তোমার স্পর্শ স্মরণ করবে জন্মজন্মান্তর।


তবুও আবার  
জন্মানোর সুযোগ নেই।
মনবিক হয়ে ভালবাসা ছড়াও
ঝরা পাতার না পাওয়া কষ্ট গুলোকে
সবুজ পালকে সাজিয়ে
নব রূপে, নব জীবনের স্বাদে
জীবন আনন্দে চির যৌবনা করতে...
তবেই তোমার প্রেমের পাপড়ি হয়ে
মাঠে প্রান্তরে
ছোট্ট পাখির ছোট্ট সামিয়নার উদর জুড়ে
প্রাণ খুলে নাচবে সারাবেলা।


তবুও আবার
জন্মানোর সুযোগ নেই।
যেটুকু সময় অফুরন্ত
তোমার সীমানা জুড়ে, মানুষের ভাষা বুজবার
নিজ হাতেই গড়ে নেও
সেটুকু তোমার ভালবাসায়
আজ ও আগামির প্রেরণায়।


১৮ জুন ২০২০