একুশ মানে
বায়ান্ন সালের ভাষার লড়াই
একুশ মানে
শহিদ বেদী র প্রভাতফেরী।।


একুশ মানে
অন্যায় মানতে না শেখা
একুশ মানে
মায়ের চোখে বিশ্ব দেখা।।


একুশ মানে
বাংলা জয়ের স্বপ্ন দেখা
একুশ মানে দেশ গড়ার
হাতুড়ি-শাবল তোলা।।


একুশ মানে
তুল তুলে হাতের
সুঠাম বাহুর
মুষ্টি আওয়াজ।।


একুশ মানে
নিজের পায়ে নিজে চলা
একুশ মানে
আপন কথা আপনি বলা।।


একুশ মানে
আপন তালে আপন নাচে
আপনা আপনি
আপনাকে চেনা।।


একুশ মানে
দক্ষ পেশীর তীক্ষ্ণ চাওয়া
একুশ মানে
আপন প্রেমে আপনি পড়া।।


একুশ মানে
আপন গানে আপন সূরে
আপনা আপনি
বিভোর হওয়া।।


একুশ মানে
মায়ের আঁচলে মাকেই খোঁজা
একুশ মানে
আপন আলোয়ে আপনাকে চেনা।।


একুশ মানে
মাথা উঁচু করে
বলতে শিখা
আমি সমৃদ্ধ বাংলাদেশ।।


রচনাকাল : ২১.০২.২০১৯
ঢাকা