থাকতে হবে বদ্ধ ঘরে,
জগৎ দেখা বন্ধ করে,
কেমন করে বন্ধী মানুষ
যুগান্তরের দুর্বিপাকে।


ঘর হতে ঘর ঘরান্তরে
বন্ধী ঘরে কেমন করে,
করোনা নেশায় ছোবল মেরে
মরছে যে মানুষ লাখে লাখে,


বাঁচার আশায় করছে তারা
জীবন-মরণ যন্ত্রণাকে।
কেমন করে ঘরে থেকে
বাঁচার আশায় স্বপ্ন দেখে।


কেমন করে সর্বাগ্রাসী
চলছে উড়ে বিশ্বজুড়ে।


হাওয়ায় ভেসে যায় সে কত
বিমানযোগে অচীন দেশে;
শুনব আমি টীকা ভেকসিন
দেশ দেশে আসছে উড়ে।


করোনা ফেড়ে উঠব আমি
নতুন করে বিশ্ব জুড়ে,
বিশ্ব জগত হাসাবো আমি
আপন আলোয়ে মুঠোয়ে পুড়ে।


      █▒▒▒▒▒▒▒ █▒▒▒▒▒▒▒█


(কাজী নজরুল ইসলাম এর সংকল্প অনুকরণে)


রচনাকালঃ
২৮ এপ্রিল ২০২০
ঢাকা